২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৭

টাইগারদের জয়ের লক্ষ্য ৪২৪

ক্রীড়া প্রতিবেদক :

পচেফস্ট্রুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে প্রথম ইনিংস থেকে ১৭৬ রানে লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের প্রথম ওভারে মরনে মরকেলের বোলিং তোপে শূন্য রানেই ফিরতে হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান তামিম ইকবালকে। রাউন্ড দা উইকেটে স্টাম্পের বাইরে পড়া মরকেলের বলের অ্যাঙ্গেলটি ঠিকমতো পড়তে পারেননি তামিম। তাই সেটি সরাসরি তামিমের স্টাম্পে আঘাত করে বেলস উড়িয়ে দেয়। ফলে ব্যক্তিগত শূন্য রানেই ফিরতে হয় দেশসেরা এ ওপেনারকে।

স্কোর :

বাংলাদেশ ২৩/২ রান।

দক্ষিণ আফ্রিকা ৪৯৬/৩ ও ২৪৭/৬।

ব্যাটিং: ইমরুল (১৩), মুশফিক (৯) । আউট: মুমিনুল ০, তামিম ০।

 

দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ডু প্লেসিস ৮১ ও টেম্বা বাভুমা ৭১ রান করেছেন। বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন মমিনুল হক। ৬ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া মুস্তাফিজ ২ টি ও শফিউল ১ টি উইকেট লাভ করে।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তিন উইকেটে ৪৯৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩২০ রান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ