১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৭

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক:

পাবনার চাটমোহরে একটি বেসরকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পাইলটসহ ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার বিকেল ৫টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব শীর্ষনিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।
চাটমোহর উপজেলা হাসপাতালের আরএমও বায়োজিদ উল ইসলাম শীর্ষনিউজকে জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন, তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তারা হাসপাতাল ছেড়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৬:৫২ অপরাহ্ণ