২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩৯

বিএনপিকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: বঙ্গবীর

নিজস্ব প্রতিবেদক:

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিজ বাসভবনে রোগমুক্তি-পরবর্তী মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বিএনপিকে রোহিঙ্গাদের মধ্যে চাল বিতরণ করতে দেয়া হয়নি, বস্তায় নাকি বিএনপি লেখা ছিল।

তিনি বলেন, ‘আমি বলব, প্রতিটি চালে বিএনপি লেখা থাকলেও ত্রাণ বিতরণ করতে দেয়া সরকারের উচিত ছিল। বিএনপি ত্রাণ বিতরণ করবে তাতে বাধা দেয়ার কী আছে? রোহিঙ্গা ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে। তবে বিএনপিকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়।’

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী বক্তব্য দেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ