২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৯

আজ থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুর প্রতিনিধি:

মা ইলিশ রক্ষার্থে শনিবার দিনগত রাত ১২ টা থেকে ২২ অক্টোবর পরবর্তী ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম। সেই লক্ষ্যে সরকার প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত চারটি এলাকার সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ ইলিশ বিচরণের নদীগুলোতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।
এ সময় পদ্মা-মেঘনায় কোনো অংশেই যে কোন ধরনের জাল ফেলা যাবে না। একইভাবে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ । এই নিষেধাজ্ঞা ২২ অক্টোবর পর্যন্ত চলবে। জেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় জেলেদের সচেতন করতে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে জেলা ইলিশ রক্ষা টাস্কফোর্স কাজ করছে।
গত বছর সরকারের এমন কর্মসূচি সফল হওয়ায় দেশে ইলিশের উৎপাদন ছিল তিন লাখ ৮৬ হাজার মেট্রিক টন, যার সিংহভাগ মাছই চাঁদপুরে ধরা এবং বিপণন হয়। ফলে সরকার চাঁদপুরকে ইলিশের বাড়ি ভূষিত করে ব্র্যান্ডিং জেলার মর্যাদা দিয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান জানিয়েছেন মা ইলিশ রক্ষায় এবারের শ্লোগান হচ্ছে ‘মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ দিন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা নিন’। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য চাঁদপুরসহ দেশব্যাপী এই ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই সুবাদে চাঁদপুর জেলার পদ্মা মেঘনার ৭০ কি.মি. নদী এলাকায় এ সময়ের মধ্য ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
এই কর্মকর্তা আরো বলেন, ইলিশ প্রজনন মৌসুমে দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে নৌ-পুলিশ। এর পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করবে নৌ পুলিশ। এই অভিযান দিনে রাতে সমানভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। অবৈধ পথে ইলিশ পাচাররোধেও নৌ পুলিশের টহল জোরদার থাকবে ।
উল্লেখ্য, গত মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের জারি করা এক আদেশে বলা হয় প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিস অ্যাক্ট ১৯৫০ অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর। এ ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রয় নিষিদ্ধ। সরকারের এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড- বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ড দেয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১১:০৭ পূর্বাহ্ণ