২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩১

বিজেপি নেতাকে পশ্চিমবঙ্গ সরকার ফেরত পাঠালো

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সর্বভারতীয় নেতা তেজেন্দ্র বাগ্গাকে তৃণমূল রাজ্য সরকার কলকাতায় নামার দু’ঘণ্টার মধ্যে দিল্লিতে ফেরত পাঠিয়ে দিয়েছে। মহরমের দিন দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে ‘চ্যালেঞ্জ’ জানাতে বাগ্গা কলকাতায় আসেন। যাত্রার আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেও বাগ্গা তা জানিয়েছিলেন। ফলে পশ্চিমবঙ্গে দুই ধর্মীয় সম্প্রদায়ের উৎসবে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমন যুক্তি দেখিয়ে শনিবার তাকে ফেরত পাঠানো হয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তেজেন্দ্র দশমীর দিন সকাল ১১টা ৪০ মিনিটে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছান। বিমানবন্দরের নতুন টার্মিনালের এক তলায় ‘অ্যারাইভাল’ এলাকায় কলকাতা পুলিশের একটি দল আগে থেকেই উপস্থিত ছিল। তেজেন্দ্র ব্যাগ নিয়ে এগিয়ে আসতেই পুলিশ তার পথ আটকায়। এরপর তাকে টার্মিনালের দোতলায় নিয়ে যাওয়া হয়। পরে দিল্লিগামী ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয়। বাগ্গাকে ফেরত পাঠানোর বিষয়ে অবশ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যাখ্যা দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করা হলে তা আটকানো হবেই। ওই ব্যক্তি গোলমাল বাধাতেই কলকাতায় এসেছিলেন। এমন চেষ্টা বরাবরই প্রতিহত করা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগে থেকেই সাবধান করে আসছিলেন, বিসর্জন ও মহরমকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির জন্য বাইরে থেকে লোক আসতে পারে। বাগ্গার টুইট করে কলকাতায় আসার ঘটনাকে রাজ্য সরকার সেই চেষ্টা হিসেবেই দেখেছে। দশমীর পরে পশ্চিমবঙ্গ রাজ্যে সংঘাতের চেষ্টা ঠেকাতে কর্তৃপক্ষ তাই বাড়তি সতর্কতা নিয়েছে। প্রশাসনের দাবি, বাগ্গাকে আটক করে ফিরিয়ে দেওয়া সতর্কতামূলক পদক্ষেপেরই অংশ।

বাগ্গা বিজেপি’র অন্যতম সর্বভারতীয় মুখপাত্র হিসেবেও পরিচিত। দলটির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ’এর দাবি, “বাগ্গার টুইট দিয়ে বিচার করা ঠিক নয়। কলকাতায় তিনি অশান্তি বাধিয়েছিলেন, এমন তথ্য তো প্রশাসনের কাছে নেই! অথচ তাকে যে ভাবে ফেরত পাঠানো হল তাতে রাজ্যে গণতন্ত্রের অভাব স্পষ্ট হল।” এদিকে, রাজ্যে উত্তেজনা মোকাবিলার জন্য বিরোধীরাও সরকারের পাশে দাঁড়িয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘‘বাংলার মানুষই এ সব ছক রুখে দেবে। বাংলায় অশান্তি চলবে না।’’ অন্যদিকে, টুইটে বাগ্গার ‘চ্যালেঞ্জ’ দেখে টুইটারেই দিল্লির কংগ্রেস মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বাংলায় অশান্তি বাধানোর পরিকল্পনা প্রতিহত করার জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তেজেন্দ্র একাই এসেছিলেন। পুলিশী তৎপরতা দেখে বিশেষ প্রতিবাদ না করেই তিনি ফিরে যান। পরে অবশ্য এক টুইটার বার্তায় বাগ্গা জানান, “কাপুরুষ মমতা আমাকে বিমানবন্দর থেকেই দিল্লি ফেরত পাঠালেন! কলকাতা পুলিশ বলেছে, তাদের উপরে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে।” বিজেপি’ও টুইটারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে। টুইটে প্রশ্ন তোলা হয়েছে, “বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাগ্গাকে ফেরত পাঠানো হল, তিনি একজন ভারতীয় নাগরিক। রাজ্য সরকারের কাছে এর জবাব চাই।”

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ