২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬
U.S President Donald Trump watches as Turkey's President Recep Tayyip Erdogan departs at the entrance to the West Wing of the White House in Washington, U.S. May 16, 2017. REUTERS/Joshua Roberts TPX IMAGES OF THE DAY - RTX3644G

নভেম্বরে এশিয়া সফরে আসবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

প্রেসিডেন্ট হওয়ার পর তৃতীয় গুরুত্বপূর্ণ বিদেশ সফরে ডোনাল্ড ট্রাম্প আগামী মাসেই যাবেন পূর্ব এশিয়া সফরে।  ৩-১৪ নভেম্বরের এশিয়া সফরে মোট পাঁচটি দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। সেই তালিকায় রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এই সফরে মূল আলোচ্য বিষয় থাকবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের গুরুত্ব।

প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ডোনাল্ড ট্রাম্পের প্রথম পূর্ব এশিয়া সফর। চীনেও এই প্রথমবার পা রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অঞ্চলের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তাই আরও একবার সুস্পষ্ট করবে তার এই কর্মসূচী। সেই সঙ্গে আলোচিত হবে কীভাবে আন্তর্জাতিক স্তরে একত্রিত হয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে লড়াই চালানো যায় সেই প্রসঙ্গও।

এদিকে নিজেকে ভারতের বন্ধু বলে দাবি করা ডোনাল্ড ট্রাম্পের এখনই এদেশে আসার কোনও সম্ভাবনা না থাকলেও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প নভেম্বরের শেষের দিকে হায়দরাবাদ আসবেন গ্লোবাল উদ্যোক্তা সামিটে যোগদান করতে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১:৫৫ অপরাহ্ণ