নিজস্ব প্রতিবেদক:
২০১৬ সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে ২৩৪৭ টি। আর এতে প্রাণ গেছে ৫ হাজার তিন জনের। আজ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নিরাপদ সড়ক চাই’য়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এ বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মরহুমা জাহানারা কাঞ্চনের ২৩ তম মৃত্যুবার্ষিকী কর্মসূচি উপলক্ষ্যে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। গাড়ির সংখ্যা ত্রিশ লাখ। সড়কের পরিধি অনেক বেড়েছে। সে তুলনায় সড়ক দুর্ঘটনা, নিহত ও আহতের সংখ্যা অনেক কমে এসেছে। তবে সড়ক দুর্ঘটনারোধে দেশে সচেতনতা তৈরি হয়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

