১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

অনিশ্চয়তায় স্টোকসের ভবিষ্যত

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হওয়ার পর ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসসের ক্যারিয়ারই অনিশ্চয়তার মুখে পড়েছে। ব্রিস্টলে পানশালায় মারপিটের ঘটনায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্টোকস এমন জোরে ঘুসি মেরেছেন যে, তরুণটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আহত হওয়ার পরেই তাকে হাসপাতালেও নিয়ে যেতে হয়।
ফুটেজ প্রকাশ পাওয়ার পর স্টোকস তো বটেই সঙ্গে থাকা অ্যালেক্স হেলসও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন। আগামী অ্যাশেজ সিরিজে খেলা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে। ওই এক ঘুসির পরেই যে তাঁর ক্রিকেট জীবনে অন্ধকার নেমে আসবে, স্টোকস তা কল্পনাও করতে পারেননি। ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেল’ জানাচ্ছে, তিনি এখন দলের সতীর্থদের মোবাইলে ‘টেক্সট’ পাঠিয়ে ক্ষমা চাওয়া শুরু করেছেন। কিন্তু দলের সহ-অধিনায়কের মানসিক স্থিরতা নিয়ে তাঁদের যথেষ্ট সন্দেহ রয়েছে। এক সিনিয়র ক্রিকেটার জানিয়েছেন, ‘ও কী করে এই অবস্থা কাটিয়ে উঠবে, সেটাই বুঝতে পারছি না’।
শুধু ক্রিকেটে যে নিষিদ্ধ হয়েছেন তা নয়, স্পনসররাও এই ঘটনার পরে মুখ ফিরিয়ে নিচ্ছে স্টোকসের দিক থেকে। তাঁর ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম স্পন্সরকারী সংস্থা জানিয়ে দিয়েছে, তারা আর ইংলিশ ক্রিকেট তারকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি রাখছেন না। এই চুক্তি থেকে বছরে দু’লক্ষ পাউন্ড আয় হত তাঁর। এখন অন্য স্পন্সররাও কি একইপথে হাঁটে কি না সেটাই দেখার বিষয়।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ