আন্তর্জাতিক ডেস্ক:
কিউবা দূতাবাস থেকে কর্মকর্তা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা এই তথ্য জানান। ওয়াশিংটন আমেরিকানদের কিউবা সফরের বিষয়েও সতর্ক করেছে। দূতাবাসের কর্মকর্তাদের ওপর রহস্যজনক হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, অপ্রয়োজনীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। তবে জরুরি কর্মকর্তারা সেখানে অবস্থান করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে এবং রহস্যজনক হামলার তদন্তেও দুই দেশ একে অপরকে সহায়তা করবে। ওই হামলায় ২১ মার্কিন কূটনীতিক ও কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। তাদের কানে সমস্যা দেখা দেয়। কিউবা এই ধরনের হামলার কথা অস্বীকার করে আসছে। বিবিসি।
দৈনিকদেশজনতা/ আই সি