নিজস্ব প্রতিবেদক:
ইমাম হোসেন। বয়স (২৩)। ভোরে বাজারের ব্যাগ হাতে ঘর থেকে বের হয়েছেন। দুলিয়ে দুলিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই ব্যাগ। মুখে মুচকি হাসি। দেখে মনে হবে পৃথিবীর সব সুখ যেন তার মনে। তবে তার সেই হাসি বেশীক্ষণ স্থায়ী হলো না। কারণ তার সামনে হঠাৎই হাজির সশস্ত্র কয়েকজন কোস্টগার্ড সদস্য।
এবার বেরিয়ে এলো তার হাসির রহস্য। বাজারের ব্যাগে করে হরিণের চামড়া পাচার করতে যাচ্ছিলেন ইমাম হোসেন। তার ধারণা ছিল, কেউ কিছুই বুঝতে পারছেন না। তবে বিধি বাম। কোস্টগার্ড সদস্যরা তাকে হরিণের চামড়াসহ আটক করে।
খুলনা জেলার দাকোপ থানার লাউডোব ঘাট সংলগ্ন এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। সকাল ১০টার কিছুক্ষণ পর কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ আই সিদ্দিক (এক্স) বিএন মুঠোফোনে সাংবাদিকদের ঘটনাটি জানান।
তিনি জানান, হরিণের চামড়া পাচারের অভিযোগে আটক ইমাম হোসেন খুলনার দাকোপ থানার লাউডোব গ্রামের ওলিয়র রহমানের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্থান্তর করা হয়েছে।
ঢাংমারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বেলা সাড়ে ১১টায় মোবাইলে সাংবাদিকদের জানান, ইমাম হোসেনের বিরুদ্ধে বন আইনে মামলার পর আদালতে পাঠানো হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ