১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

নিরাপত্তা পরিষদের বৈঠক বক্তব্য দেবেন কফি আনান

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক করা হলেও রোহিঙ্গা সংকট সমাধানে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি শেষ হয়। মিয়ানমার সরকারের দিকেই চীন-রাশিয়ার মতো দুটি গুরুত্বপূর্ণ দেশের জোরালো সমর্থন। ফলে কোনো সমাধানও বের করা যায়নি। এ অবস্থায় ফের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। এতে বক্তব্য দেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারই আন্তর্জাতিক কমিশন গঠন করেছিল কফি আনানকে প্রধান করে। আনান কমিশন মিয়ানমারের সিত্তু, মংডু, বুথিডং, ইয়াংগুন, নেপিদো ছাড়াও ব্যাংকক, ঢাকা, কক্সবাজার ও জেনেভায় অন্তত ১৫৫টি বৈঠকের পর ৮৮ সুপারিশ করেছিল। ২৪ আগস্ট রিপোর্ট প্রকাশ হওয়ার পরপরই রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হয়। যার ফলে দেশান্তরী হয় পাঁচ লাখের বেশি রোহিঙ্গা। শত শত রোহিঙ্গা প্রাণ হারায়।
কফি আনান কমিশনের সদস্যরা রিপোর্টে রোহিঙ্গাদের অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা, লোকজনের অবাধ চলাচল ও নাগরিকত্ব আইনের বিষয়ে গুরুত্বারোপ করেছিলেন। তারপরই রহস্যজনকভাবে রাখাইনের বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে ২৪ আগস্ট রাতে হামলা চালানো হয়। যার সূত্র ধরে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ