২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

চলতি অর্থবছরে মাথাপিছু আয় হবে ১৬০২ ডলার

নিজস্ব প্রতিবেদক :

চলতি অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আজ রোববার জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সম্মেলনকক্ষের সভায় পরিকল্পনামন্ত্রী মাথাপিছু আয়ের এই হিসাব সম্পর্কে অবহিত করেন।

গত অর্থবছরে (২০১৫-১৬) দেশের বার্ষিক মাথাপিছু আয়ের পরিমাণ ১ হাজার ৪৬৬ ডলার।

সভায় জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ১১ শতাংশ।

আজ এনইসি সভায় চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি পাস হবে।

বৈঠক শুরুর আগে এসব তথ্য তুলে ধরা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। সরকারের ধারাবাহিকতার কারণে এই ফসল অর্জিত হয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর  /সময়: ৩: ৩০

প্রকাশ :মে ১৪, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ