১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৭ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

সোমালিয়ায় একটি সামরিক ঘাঁটিতে আল-শাবাবের যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৭ সেনা নিহত হয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে গাড়িবোমা ও বন্দুক হামলা চালানো হয়েছিল। শুক্রবার আল-শাবাব এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা হামলার বিষয়টি স্বীকার করেছেন। আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ঘাঁটি ও আশেপাশের এলাকা তারা দখল করেছে।

আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেছেন, ‘ফজরের নামাজের পর দুই মুজাহিদ ব্যারিরে সামরিক ঘাঁটিতে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায়। আমরা ১৭ সেনাকে হত্যা করেছি এবং সাতটি কৌশলগত যান জব্দ করেছি।’

ওই মুখপাত্র দাবি করেছেন, ‘অন্য সেনারা জঙ্গলে পালিয়ে গেছে। আমরা এখন ঘাঁটি ও গ্রামটির নিয়ন্ত্রণ নিয়েছি।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ