১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

৪৯৬ রানে ইনিংস ঘোষণা দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক:
পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের চা বিরতির আগে  ৩ উইকেটের বিনিময়ে ৪৯৬ রান তুলে বিরতিতে যায় প্রোটিয়ারা। এরপরই ইনিংস ঘোষণা করে দ.আফ্রিকার অধিনায়ক।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে। বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেছে ইমরুল কয়েস ও লিটন দাশ ।
 প্রোটিয়াদের ম্যারাথন ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ১৯৯, হাশিম আমলা ১৩৭ ও অভিষিক্ত ব্যাটসম্যান মার্করাম ৯৭ রান সংগ্রহ করেন।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও শফিউল ১ টি করে উইকেট লাভ করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ৭:৪৬ অপরাহ্ণ