১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডার পূর্বাচলে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে ১৭ নম্বর সড়কে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার ডিউটি কর্মকর্তা এসআই আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনে কাজ করার সময় অস্থায়ী লিফট ছিঁড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর মারা যায় আরেকজন। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি আরো জানান, ওসিসহ থানার মোবাইল টিম ঘটনাস্থলে আছেন। তারা ঘটনাটির বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ