আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- কৌশল-অপকৌশল যতই করুন শেখ হাসিনার কৌশলের কাছে রাজনৈতিক দাবা খেলায় আপনারা (বিএনপি) হেরে গেছেন। কোনো কৌশল করে আগামী নির্বাচনে আপনারা জিততে পারবেন না। ভারত নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু এটা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্ধুত্ব করে। তিনি আরো বলেন, ক্ষমতা বেশি দিন থাকে না। অনুরোধ করি ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা আমানত। টাকা-পয়সা বেশি দিন থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে দেশে থাকতে পারবেন না।
গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের প্রতিনিধি সভায় প্রধানঅতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বক্তব্য রাখেন।
প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে ওবায়দুল কাদের বিএনপিকে ‘নালিশ পার্টি’ আখ্যায়িত করে বলেন- বিএনপি এখন খালি প্রেস ব্রিফিংয়ে ভাঙা রেকর্ড বাজায়। তারা এখন নালিশ পার্টি। একের পর এক তারা নালিশ করে যাচ্ছে, কখনও মিডিয়ায়, কখনো বিদেশিদের কাছে।
ওবায়দুল কাদের বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি দেয়া নিয়ে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি হয়নি। তাদের মূল ধারায় আনতে স্বীকৃতি দিয়েছি। স্বীকৃতি আর এলায়েন্সের মধ্যে পার্থক্য রয়েছে। হেফাজতকে নিয়ে বিএনপি ষড়যন্ত্র করেছিল দাবি করে ওবায়দুল কাদের বলেন- তারা হেফাজতকে নিয়ে আগামী ৫ মে আরেকটা শাপলা চত্বর বানানোর খায়েশ ছিল। তা আপাতত চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শফী হুজুর নিজেও তো এখন বলেন ‘জঙ্গিবাদ ইসলামের শত্রু।
প্রতিনিধি সভায় উপস্থিত দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা বেশি দিন থাকে না। অনুরোধ করি ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা আমানত। টাকা-পয়সা বেশি দিন থাকবে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে দেশে থাকতে পারবেন না।
দলে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে টানবেন না। দুঃসময় আসলে তাদের হাজার পাওয়ারের বাতি দিয়ে খুঁজে পাবেন না। চাটুকার-মোসাহেবদের কাছ থেকে দূরে থাকার আহ্বানও জানান তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলীয় নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে অভ্যন্তরীন দ্বন্দ্ব মিটিয়ে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, কাকে কোথায় নমিনেশন দেয়া হবে, কোনো ঠিক নেই। আমাকেও না দিতে পারে। যাকেই নৌকা প্রতীকে ইলেকশন করতে দেয়া হবে, তার সাথে আমাদের সকলকে কাজ করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপিকে ‘পাকিস্তানের এজেন্ট’ আখ্যা দিয়ে বলেন, মুক্তিযুদ্ধে তাদের এজেন্ট হিসেবে জিয়াউর রহমান যুদ্ধে অংশ নিয়েছিলেন। ক্ষমতায় এসে তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসন করে পাকিস্তানি ভাবধারা প্রতিষ্ঠায় কাজ করেছেন। খালেদা জিয়াও পরে একই কাজ করেছেন।
চট্টগ্রাম মহানগর আওয়াম লীগের অধীন ১৫ থানা ও ৪৪টি ওয়ার্ডের আটশ’র মতো প্রতিনিধি গতকালের সভায় উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে : কাদের
চট্টগ্রাম ব্যুরো২৯ এপ্রিল ২০১৭,শনিবার, ১৯:২১