১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

টুইটারে ২৮০ বর্ণ লেখার কৌশল

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

টুইটারে ২৮০ ক্যারেক্টার বা বর্ণ লেখার সুযোগ আসছে। খবরটি পুরনো হয়ে গেছে। এখন প্রশ্ন এটা কিভাবে লিখবেন? প্রথমেই বলে দেয়া হয়েছে সবাই এ সুযোগটি পাবেন না। এখন যারা এ সুযোগ পাচ্ছেন, তারা টুইটারকে ধন্যবাদ দিতে পারেন। আর যারা পাচ্ছেন না তারা পুরনোতে ব্যস্ত থাকতে পারেন বা টুইটারকে গালি দিতে পারেন। তবে আপনি যদি সৌভাগ্যবান ব্যক্তি হন তাহলে জেনে নিন কিভাবে এর ব্যবহার করবেন। প্রযুক্তি বিষয়ক ওবেসাইট ম্যাশাবলে যেভাবে নির্দেশনা দেয়া আছে, সেটা ছবিতে বোঝা যাবে। আপনাদের সহায়তায় তার বর্ণনা দিচ্ছি। প্রথমে ডেভলপার ট্যুলস এ গিয়ে এর ভিউ মেনুতে ক্লিক করতে হবে।

তারপর সোর্সেস মেনুতে ক্লিক করতে হবে। নতুন ডেভলপার মেনু আসলে সেখানকার ‘স্নাইপেট’ অপশন বাছাই করতে হবে। নিউ স্নাইপেট অপশনে গিয়ে যে কোডটা পাওয়া গেল সেটা পেস্ট করতে হবে। এরপর প্লে বাটনে হিট করতে হবে। এবার আপনি সর্বোচ্চ ২৮০ ক্যারেক্টারে লিখতে পারবেন। ১১ বছর আগে যখন মাইক্রো ব্লগিংয়ের এই সাইটটি খোলা হয়েছিল, তখন মোবাইলের ক্ষুদে বার্তার সীমাকে মাথায় রাখা হয়েছিল। মোবাইলে তখন সর্বোচ্চ ১৪০ ক্যারেক্টারের মেসেজ লেখা যেত। কিন্তু, বর্তমানে সেই সীমা উঠে গেছে। অনেক বেশি বা ইচ্ছেমত মেসেজ লেখা যায় আর সবার হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন, আইফোন, ট্যাবসহ বিভিন্ন গ্যাজেট। টুইটারের ১৪০ ক্যারেক্টারে লেখার সীমাবদ্ধতাটি অনেককেই চাপে ফেলত। দেখা যেতো একাধিক টুইটার পোস্ট করে মনোভাব প্রকাশ করতে হচ্ছে ব্যবহকারকারীকে।

তাই পরীক্ষামূলকভাবে কয়েকটি ভাষায় এবং কিছু ব্যবহারকারীকে ২৮০ ক্যারেক্টারে লেখার সুযোগ করে দিচ্ছে টুইটার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ