২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ বৃহস্পতিবার হেফনারের পরিবার ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়।

প্লেবয় এন্টারপ্রাইজ জানায়, হেফনারের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি তাঁর বাড়িতে মারা গেছেন। মার্কিন নাগরিক হেফনার একাধারে আলোচিত ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক।

১৯৫৩ সালে নিজের বাড়ির রান্নাঘর থেকে হেফনার ‘প্লেবয়’-এর প্রকাশনা শুরু করেছিলেন। এরপর সেটি বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া ‘মেনস’ ম্যাগাজিন হয়। প্রাপ্তবয়স্কদের এই ম্যাগাজিনটির মাসে ৭০ লাখ কপি বিক্রির রেকর্ড আছে। হেফনারের ছেলে কুপার হেফনার বলেছেন, তাঁর বাবাকে অনেকেই মিস করবে। আলোচনার পাশাপাশি হেফনারের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বিতর্ক ছিল। তিনি ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদ-কন্যাদের অনেকের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। হেফনার সমকামীদের অধিকার নিয়েও কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৯০ সালের মার্চে হেফনারের ‘প্লেবয়’ ম্যাগাজিনের প্রচ্ছদ-মুখ হয়েছিলেন।

দৈনিক দেশজনতা / আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ২:৫৮ অপরাহ্ণ