১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : আবদুর রব

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারন সম্পাদক আবদুল মালেক রতন এই মন্তব্য করেছেন।
বিবৃতিতে তারা বলেন, জালানি তেলের মূল্য হ্রাস পাওয়ার ফলে যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ হ্রাস পেয়েছে সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক ও গণবিরোধী। বিদ্যুতের মুল্য বৃদ্ধি সম্পর্কে আয়োজিত গণশুনানিতে জালানি বিশেষজ্ঞগণও এ মূহুর্তে জালানির মুল্য বৃদ্ধির কোন যৌক্তিকতা নেই মর্মে অভিমত ব্যক্ত করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, জালানির মূল্য বৃদ্ধির ফলে পণ্য উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে, প্রতিটি পরিবারকে প্রতিমাসে বিদ্যুৎ বিল হিসাবে অতিরিক্ত টাকা গুণতে হবে। তাই অবিলম্বে জনস্বার্থবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১১:৩৭ পূর্বাহ্ণ