নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থীর অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম। একই সঙ্গে গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশুনা করতে বলেন তিনি।
বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়েল সভাকক্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মিটিং শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত মনিটরিং করছে। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।
২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য আগামী ৬ অক্টোবর সারা দেশের ২০টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ৫টি ছাড়াও বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছেন। এদের মধ্যে সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ৩১৮ জন এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৫ জন ভর্তি হতে পারবেন।
দৈনিক দেশজনতা /এন আর