১৮ই জানুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৫৮

যশোরে নারী-শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক:
বুধবার বিকেলে শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ রোহিঙ্গা পরিবারটিকে তাদের হেফাজতে রেখেছে।
আটকৃতরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের পানিগাজিরি এলাকার মৃত ইমাম শরীফের ছেলে তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে  রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবং তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯ মাস)।
যশোর কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ