১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে রকেট হামলা চালিয়ে তালেবানের ‘অভ্যর্থনা’

আন্তর্জাতিক ডেস্ক:

অঘোষিত এক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তার বিমান থেকে নামার কয়েক ঘণ্টা পর কাবুল বিমানবন্দরের কাছে কয়েকটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর: আলজাজিরা।

আফগান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশল ঘোষণার পর বুধবার এই সফরে যান প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তালেবান বিদ্রোহীদের ঠেকাতে যুক্তরাষ্ট্ আফগানিস্তানে নতুন করে আরো সেনা পাঠাবে র। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ২০০১ সালে তালেবানদের ক্ষমতা থেকে উত্খাত করে। তবে সম্প্রতি বেশ কিছু এলাকায় ফের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে তালেবান।

এ অবস্থায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়ে জেমস ম্যাটিস জানান, আফগানিস্তানে আরো তিন হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে। তালেবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠিকে প্রতিরোধ করার জন্য এই সেনা পাঠানো হচ্ছে। সদস্য ন্যাটো সেনাদের পাশাপাশি বর্তমানে আফগানিস্তানে আট হাজার ৪০০ মার্কিন সেনা রয়েছে। তবে এবার আফগানিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অন্যরকম ‘অভ্যর্থনা’ পেলেন তালেবানের কাছ থেকে। তালেবান যোদ্ধারা রকেট হামলা চালিয়ে দৃশ্যত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ইঙ্গিতই দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৬:০৯ অপরাহ্ণ