১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল।

বুধবার বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান, শাহ পরীর দ্বীপ এলাকায় একটি মাছ ধরার ট্রলার জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রলার থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার ও মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৫:৪৪ অপরাহ্ণ