আন্তর্জাতিক ডেস্ক:
গত ১০ সেপ্টেম্বর হারিকেন ইরমার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জন হয়েছে। ক্যাটগরি ৪ মাত্রার এই ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৭২ জনের মৃত্যু হয়েছে। ফ্লোরিডা জরুরি সেবার মুখপাত্র জানান, ইরমায় ৫৪ জন নিহত হয়েছে।
কিন্তু এই সংখ্যায় ফ্লোরিডা কিজ (দ্বীপপুঞ্জ) এবং মিয়ামির নার্সিং হোমে মারা যাওয়া ১০ জন বয়স্ক ব্যক্তিদের অন্তুর্ভুক্ত করা হয়নি। কিজের স্থানীয় ময়নাতদন্তকারী টুইটারে দেয়া পোস্টে জানান, ঝড়ের সময় সেখানে ৮ জন নিহত হয়েছে। ফ্লোরিডা জরুরি সেবা জানিয়েছে, প্রধানত পানিতে ডুবে, আহত হয়ে ও জেনারেটর থেবে সৃষ্ট কার্বন মনোঅক্সাইডে বিষে মৃত্যু হয়েছে।
ফ্লোরিডা কিজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ২১০ কিলোমিটার গতিতে ক্যাটগরি ৪ ঘূর্ণিঝড়টি সেখানে আঘাত হানে। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই ঘূর্ণিঝড়ের আঘাতে ৪০ জন মারা গেছে। এএফপি।
দৈনিকদেশজনতা/ আই সি