১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

ইসলামী ব্যাংকের যাকাতের অর্থ যাবে প্রধানমন্ত্রীর ফান্ডে

স্টাফ রিপোর্টার:

ইসলামী ব্যাংক লিমিটেডের যাকাতের অর্থ সরাসরি বণ্টন না করে তা প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের মধ্যমে বিতরণ করা হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

একই সঙ্গে সভায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মো. মাহবুব আলমকে পদ থেকে সরিয়ে দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

শনিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, জামায়াতপন্থিদের নিয়ন্ত্রণে চলছে ইসলামী ব্যাংক। তারা পরিচালনা পর্ষদের কোনো কথাই আমলে নিচ্ছেন না। ব্যাংকের শীর্ষ পর্যায়ের ও মধ্যম সারির কিছু কর্মকর্তা অসহযোগিতা করছেন বলে তিনি অভিযোগ করছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশিত : ১৪ মে ২০১৭, ২: ১৪পি. এম

প্রকাশ :মে ১৪, ২০১৭ ২:২১ অপরাহ্ণ