২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৬

রাজশাহীতে দুর্নীতি মামলায় ভাইস চেয়ারম্যানের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির জামিন নামঞ্জুর  করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
গত মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ-৩ এর আদালতে আত্মসর্মপন করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক তারেক মোর্শেদ জামিন নামঞ্জুর করে।
এ সময় তিনি সজ্ঞাহীন হয়ে পড়েন। পরে পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। আদালতের পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, জ্ঞান ফিরে এলে জেল হাজতে প্রেরণ করা হবে।
জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ১৯৯২ সালে তার বিরুদ্ধে ১৫ মেট্টিকটন গম আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়।
ওই মামলায় ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালিন ডিভিশনাল স্পেশাল জজ আব্দুর রাজ্জাক অভিযুক্ত বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফিকে ৯১ হাজার টাকা অর্থদণ্ডসহ তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।

তার অনুপস্থিতিতে এই রায় প্রদানের পর ২০০৪ সালে উচ্চ আদালতে আপিল  করে ৬ মাসের জন্য জামিনে মুক্ত হন তিনি। জামিনের এই মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় আপিল করলে আরো ৬  মাসের জন্য জামিন দেন আদালত। যার মেয়াদ শেষ হয়েছে ২০০৪ সালে ২৫ জানুয়ারি।
জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর জামিনের আবেদন করেননি। যার ফলে ওই মামলা আবারও আলোচনায় উঠে আসে। উচ্চ আদালতে যার শুনানির প্রথম ধার্য তারিখ ছিল চলতি বছরের ২৪ মে ও দ্বিতীয় ধার্য তারিখ ছিল ২৫ মে।
পরবর্তীতে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে হাজিরার জন্য আদেশক্রমে নোটিশ প্রদান করা হয়। সেই মতে আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে নামঞ্জুর করেন আদালত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ