১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

চৌধুরী টাওয়েল ইন্ডাস্ট্রিজের এমডিকে গ্রেফতার করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক:

চৌধুরী টাওয়েল ইন্ডস্ট্রিজের এমডি তানভীর চৌধুরীকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোড থেকে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সহকারি পরিচালক গুলশান আনোয়ারসহ দুদক টিম তাকে গ্রেফতার করেন।

তানভীর চৌধুরীর বিরুদ্ধে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে অর্থ জালিয়াতি থেকে মোট ৩০ কোটি ৬০ লাখ ৭৮হাজার টাকা আত্মাসাতের অভিযোগ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে পল্টন থানায় তিনটি মামলাও হয়েছে।

দুদক জানায়, তানভীর হোসেনের বিরুদ্ধে জাল-জালিয়াতির আশ্রয়ে মেসার্স মীর এন্টারপ্রাইজ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সঙ্গে মেসার্স চৌধুরী টাওয়েল ইন্ডাস্ট্রিজ (প্রা:) লি: এর ২১টি ভূয়া বিলের লেন-দেন দেখিয়ে জনতা ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখার কর্মকর্তাদের পারস্পরিক যোগসাজসে অসদুদ্দেশ্যে ওই শাখা থেকে ৮ কোটি ২৯ লাখ ৬৩ হাজার৭৮৫ উত্তোলন করেছেন।

এছাড়াও তিনি ৬৬টি ভুয়া ব্যাক টু ব্যাক এলসি লেনদেন দেখিয়ে আরো ২১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুদক আরো জানায়, গত ৬ই ফেব্রুয়ারি তানভীর চৌধুীরর বিরুদ্ধে পল্টন থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মোট চারটি মামলা হয়। যেগুলোর নম্বর যথাক্রমে ১০, ১১, ১২ এবং ১৩।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ