২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি নারীদের গাড়ি চালাতে আর বাধা রইল না। কট্টর রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবের নারীদের জন্য প্রথম বারের মত অনুমতি দেওয়া হয়েছে গাড়ি চালানোর। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটির নারী সমাজের দীর্ঘদিনের দাবি  ও ধর্মীয় বিধি নিষেধ না থাকায়, মঙ্গলবার  সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আলে সউদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে সৌদি নারীদের ধর্মীয় অনুশাসন মেনে গাড়ি চালানোর  অনুমতি দিয়েছেন।

রাজকীয় ফরমানে পুরুষদের পাশাপাশি নারীদেরকে গাড়ি চালানোর লাইসেন্স দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থনৈতিক মন্দার প্রভাবে দেশটি যখন নানা সংস্কারে উদ্যোগ নিয়েছে সেই মুহূর্তে এমন সিদ্ধান্ত  অর্থনৈতিক সংস্কারে এটি যুগান্তকারী পদক্ষেপ বলে বাদশার ভূয়সী প্রশংসা করেছে দেশটির নারী উদ্যোক্তারা।

ধর্মীয় নেতাদের বিরোধিতার মুখে ইতোপূর্বে নারীদের একা চলা ও গাড়ি চালানো অপরাধ হিসেবে গণ্য করা হতো ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ