১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ই-টেন্ডার কার্যক্রমে বাধা নেই : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অধীনে মোট ৯টি কাজের পাঁচটি ই-টেন্ডার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ আগামী ৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে, ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত (পূর্ণাঙ্গ) বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। ঐশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেনের করা পৃথক পাঁচটি রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত ২০ সেপ্টেম্বর এক আদেশে ৫টি ই-টেন্ডার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে রোববার চেম্বার বিচারপতির আদালত স্থগিতাদেশ দেন। ফলে ই-টেন্ডার কার্যক্রম অব্যাহত রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

যে ৫টি ই-টেন্ডারের বিষয়ে আইনি বিরোধ সেগুলো হল; ২৭ আগষ্ট আহ্বান করা নোয়াখালির কবিরহাট উপজেলার ১০ শয্যা বিশিষ্ট ধানসিঁড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফেনীর সোনাগাজি উপজেলার আমিনাবাদ ইউনিয়নের সোনাপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নরসিংদীর শিবপুর উপজেলার নিমগাঁওয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ; ২৪ আগষ্ট আহ্বান করা গাজীপুরের কাপাসিয়া নার্সিং কলেজ ও হোস্টেল ভবন বর্ধিতকরণ; ২০ আগষ্ট আহ্বান করা ভোলার চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যা উন্নীতকরণ, সংস্কার ও মেরামত; ১৭ আগষ্ট আহ্বান করা রংপুর জেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং একই তারিখে আহ্বান করা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ, এফডব্লিউভিটিআই নির্মাণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১২:১২ অপরাহ্ণ