১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

নেত্রকোণায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণার কলমাকান্দায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি ওই উপজেলার বড়ুয়াকোনা গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার রাতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল চালক আবু বক্কর সিদ্দিককে কলমাকান্দা-খারনৈই সড়কের কছুগড়া এলাকায় গলাকেটে ফেলে রেখে যায়। তার গোঙ্গানির শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়।

কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ঘটনার খবর সঙ্গে সঙ্গে রাতে হাসপাতাল থেকে লাশটি পুলিশ হেফাজতে নিয়ে পরদিন সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণায় পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ