১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

কারমাইলে কর্তৃপক্ষের ভুলে হাজার শিক্ষার্থী অনিশ্চয়তায়

রংপুর প্রতিবেদক:

কারমাইকেল কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এক হাজার শিক্ষার্থীর মাস্টার্সের ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা ফরম পূরণের সুযোগ দেয়ার দাবিতে মঙ্গলবার রংপুর মহানগরীর লালবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অবরোধ ও সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বোর্ড নির্ধারিত ফরম পূরণের শেষ তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর। কিন্তু কারমাইকেল কলেজ কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের জন্য তারিখ ঝুলিয়ে দেয়। এতে অনেকেই ২৫ সেপ্টেম্বর ফরম পূরণ করতে এসে দেখে সার্ভার বন্ধ। এতে বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তারা অধ্যক্ষের সাথে যোগাযোগ করলেও তিনি মঙ্গলবার দুপুরের মধ্যে সমস্যার সমাধান করার আশ্বাস দিলেও তিনি কিছুই করতে পারেননি। শিক্ষার্থীরা বলেন, এ কারণে আমরা রাস্তায় নেমেছি। আমাদের ফরম পূরণের ব্যবস্থা করা না হলে আমরা রাস্তা থেকে যাবো না।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ আলী , সাইদুজ্জামান ফিজার প্রদিপ কুমার বর্মন, কনক রায় প্রমুখ। অবরোধের কারণে লালবাগ দিয়ে আসা সকল ধরনের যানবাহন ও ট্রেন আটকা পড়ে যায়।

পরে শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক সমিতির সেক্রেটারী অধ্যাপক সাদেকুল ইসলাম আসেন। তারা বুধবার সকাল ১০ টার মধ্যে ঘটনার সমস্যার সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ ব্যপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম বিকেলে জানান, কলেজ কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৯:২১ অপরাহ্ণ