১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

ঘুষ গ্রহণের সময় বিআরটিএ অফিসের কর্মচারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ বিআরটিএ অফিসে ফাইল থেকে কাগজপত্র বের করে দিতে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক মো. ফারুক হোসেন। এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বেলা ১ টার দিকে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, ফাইল ও কাগজপত্র বের করে দিতে তিনি সাধারণ গ্রাহকের কাছ থেকে ৫শ টাকা থেকে ১ হাজার টাকা করে নেন। সোমবার দুপুরে ছদ্মবেশে বিআরটিএ অফিসে ঢুকে তাকে গ্রাহকের সাথে লেনদেন করা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই কাজ ভবিষ্যতে আর করবে না, করলে আইনানুগ দণ্ড ভোগ করবে মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ