১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

বগুড়ায় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমুসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ঘোষিত ৯ দিনের কর্মসূচির ৫ম দিনের কর্মসূচিতে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ শরীফ মিঠুর , জেলা মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস লাভলী রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাজমুল হুদা পপন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব হাসান লেমন, স্বেচ্ছাসেবক দল নেতা সাইমুয় প্রমুখ।

এ সময় জেলা ও শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার অন্যায়ভাবে বিএনপি দলীয় নেতা-কর্মীদেরকে কারাবন্দী করেছে। জেলা বিএনপির সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ সকল কারাবন্দী নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ