১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

বাংলাদেশের চ্যাম্পিয়ন হতে দরকার ভারতকে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে ভারতের বিপক্ষে ৩-৪ গোলে অবিস্মরণীয় জয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়। বাংলাদেশ টানা দুই জয়ের পর শিরোপা জয়ের সুবাতাস পেতে শুরু করে। কিন্তু তৃতীয় ম্যাচে গতকাল বর্তমান চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে ২-১ গোলের হারই সমীকরণ বদলে দিয়েছে।

বাংলাদেশের সামনে এখনো ভালোভাবেই রয়েছে শিরোপা জয়ের হাতছানি। এ ক্ষেত্রে আগামীকাল শেষ ম্যাচে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে হবে। সঙ্গে অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশের সমীকরণটা এখন এমন: শেষ ম্যাচে বাংলাদেশকে ভুটানের বিপক্ষে জিততে হবে। আর ভারতের কাছে নেপালকে হারতে হবে। যে ভারতকে হারিয়ে বাংলাদেশের শুরু, এখন তাদের সহযোগিতা দরকার। অবশ্য নেপাল-ভারত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিতলেই চ্যাম্পিয়ন। আবার বাংলাদেশও যদি ড্র করে, নেপাল-ভারত ম্যাচও যদি ড্র হয়, তাহলে বাংলাদেশের শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে।

শেষ মুহূর্তে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করায় পাঁচ জাতি টুর্নামেন্ট হচ্ছে লিগ ভিত্তিতে। মালদ্বীপ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশসহ অন্য চারটি দলের সামনেই খোলা আছে চ্যাম্পিয়ন হওয়ার পথ। তিন ম্যাচ শেষে চার দলের পয়েন্টই সমান ৬ । এ কারণে সমীকরণ একটু জটিল। নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াইয়ের হিসাব ধরা হবে। সেখানেও সমতা থাকলে তখন দেখা হবে গোল ব্যবধান। মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ভারতের বিপক্ষে এগিয়ে আছে, আবার নেপালের বিপক্ষে আছে পিছিয়ে।

ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে ড্র বাংলাদেশের জন্য সুখকর কিছু হবে না। প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ভুটানের বিপক্ষে খেলবে। দ্বিতীয় ম্যাচে নেপাল ও ভারত মুখোমুখি হবে। বাংলাদেশ ভুটানকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখুক। পরের ম্যাচে নেপাল না জিতলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন। ভুটানকে হারিয়ে পুরো বাংলাদেশ দল যে ভারতের সবচেয়ে বড় সমর্থক বনে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ