২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

অনলাইনেই মিলবে ইআইআইএন নম্বর

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষাসংক্রান্ত সকল সুবিধা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে অনলাইনভিত্তিক (ই-ফাইলিং) কার্যক্রম চালু করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধা প্রত্যাশীদের হয়রানি কমবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার রাজধানীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে আয়োজিত ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা মন্ত্রণালয়ের সকল কাজ ই-ফাইলিংয়ের আওতায় নানা হচ্ছে। তার প্রেক্ষাপটে এডুকেশন ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বরের (ইআইআইএন) জন্য আর কাউকে হয়রানি হতে হবে না। এখন থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে এ নম্বর সংগ্রহ করা যাবে।

পর্যায়ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সকল সুবিধাও অনলাইনভিত্তিক করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সেবা নিতে দূর-দূরান্ত থেকে এসে অনেককে নানভাবে হয়রানির শিকার হতে হয়। জনমানুষের হায়রানি থেকে মুক্তি দিতে আমরা এ সুবিধা চালুু করছি। ফলে এখন থেকে ঘরে বসেই সকল সুবিধা নিতে পারবেন।

অনুষ্ঠানে চার জেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, ব্যানবেইজের পরিচালক মো. ফসিউল্লাহ প্রমুখ। এ সময় মন্ত্রণালয়ের অধিনস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:১০ অপরাহ্ণ