১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০২

নীলফামারীতে ভেজাল সার কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীতে অনুমোদনবিহীন ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে কৃষি অফিস। সোমবার দুপুরে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া গ্রামের আবু হানিফের বাড়িতে ওই কারখানা আবিষ্কার করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়ার নেতৃত্বে সেখানে উৎপাদিত ভেজাল দশ টন সার জব্দ করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামে দুই ব্যক্তি মাছের খাদ্য উৎপাদন করার জন্য নাকি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে ডলোচুন ও মাটি দিয়ে ভেজাল সার তৈরি করা হচ্ছিলো। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। সে সময় প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।

বাড়িটির মালিক হানিফের বোন তাহেরা বেগম জানান, গেল বুধবার বাড়িটি ভাড়া নিয়েছিলেন তারা। শহরের কালিতলায় তাদের একটি প্রতিষ্ঠান রয়েছে।

যোগাযোগ করা হলে সোনার দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর হাফিজুল ইসলাম জানান, আমরা সেখানে কোনো বাড়ি ভাড়া কিংবা উৎপাদন কাজে জড়িত নই। আমাদের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অভিযানে উদ্ধার করা সার আইন অনুযায়ী ধ্বংস করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৪:০০ অপরাহ্ণ