১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

স্ত্রীকে খুন করে ধরা পড়ল ঘরজামাই

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধুকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে এমন অভিযোগ প্রতিবেশীদের।

রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।

সোমবার বেলা ১১টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১১টার দিকে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিদা বেগম স্থানীয় মৃত আব্দুর ছাত্তার হাওলাদারের মেয়ে।

নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানান, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় দশ বছর আগে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এরপর থেকে আনোয়ার ঘরজামাই হিসেবে তার শশুর বাড়িতে থাকতেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা। এ ঘটনায় তার স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ৩:১৩ অপরাহ্ণ