নিজস্ব প্রতিবেদক:
দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি চলছে। সোমবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতামত নিতে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান ও আজিজ খান।
সোমবার প্রথমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৬ সেপ্টেম্বর পিডিবির খুচরা পর্যায়ের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ২৮ সেপ্টেম্বর ডিপিডিসি, ২ অক্টোবর ডেসকো, ৩ অক্টোবর ওজোপাডিকো এবং ৪ অক্টোবর নওজোপাডিকোর খুচরা মূল্য পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে শুনানির আয়োজন করেছে বিইআরসি।
চলতি বছর মার্চে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠায় বিতরণ কোম্পানিগুলো। পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। গ্রাহকপর্যায়ে ডিপিডিসি ছয় দশমিক ২৪, ডেসকো ছয় দশমিক ৩৪, ওজোপাডিকো ১০ দশমিক ৩৬ ও আরইবি ১০ দশমিক ৭৫ শতাংশ দাম বৃদ্ধির আবেদন করেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ