১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

চীনে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের পূর্বাঞ্চলীয় একটি নগরীতে সোমবার দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ১১ জন মারা গেছে। সরকারি সূত্র এ কথা জানায়। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের তাইঝু নগরীতে মধ্যরাতের পরপরই এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি ঘটে। মারাত্মকভাবে দগ্ধ অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে আরও ১০ জন সামান্য দগ্ধ হয়।

তবে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, আইন ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে চীনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ