নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১০ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার নিজেদের কাজ করছিলেন ওই শ্রমিকরা।
বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলায় একটি নির্মাণ প্রকল্পে কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা।
গোয়াদারের পিশগান এলাকায় মোটরসাইকেল যোগে আসা ওই বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই আট শ্রমিক নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো দুজন শ্রমিক মারা যান।
শ্রমিকদের গুলি করেই পালিয়ে যায় হামলাকারীরা। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
দৈনিক দেশজনতা/এমএইচ