২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:০০

বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে এখনো পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত খেলে চলেছে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়। সব মিলিয়ে পাঁচ জাতির রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরটিতে শিরোপা জয়ের পথে বেশ এগিয়ে লাল-সবুজের দল। সেই অগ্রগামিতা আরো পাকাপোক্ত করার মিশন এবার যুবাদের সামনে। সোমবার বিকেলে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের বাংলাদেশের অবস্থান শীর্ষে। স্বাগতিক ভুটানেরও সমান ৬ পয়েন্ট। তবে তারা একম্যাচ বেশি খেলেছে। তাই তাদের অবস্থানটি দ্বিতীয়। ভারত ও নেপাল সমান ২ ম্যাচে সমান ৩ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। মালদ্বীপ ৩ ম্যাচে এখানো জয়ের মুখে দেখেনি। পয়েন্ট টেবিলের সার্বিক যা চিত্র তাতে নেপালের বিপক্ষে জিতলেই বাংলাদেশের জন্য শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে। সব কিছু সমীকরণ মেনে এগুলে তখন পরের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেই চলবে লাল-সবুজের দলের।

কিন্তু এই নেপাল যে একটা জুজুর নাম বাংলাদেশের জন্য। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দেশটি। যারা ২০১৫ সালে এই টুর্নামেন্টের প্রথম আসরে গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়েছিল। এছাড়াও সাম্প্রতিক অতিতে নেপালের বিপক্ষে শুধুই স্বপ্ন ভঙের গল্পই রচিত হয়েছে। রেকর্ড বলছে প্রায় দেড় যুগ বাংলাদেশের নেপালের বিপক্ষে কোন পর্যায়েই জয়ের স্মৃতি নেই। ঠিক এমন সময় ফর্মে থাকা বাংলাদেশের কিশোরদের চ্যালেঞ্জ হিসেবে এসেছে নেপাল। এখন পর্যন্ত বাদশা-জাফরদের যা পারফরম্যান্স তাতে আশাবাদি হওয়াই যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১১:৩৯ পূর্বাহ্ণ