স্পোর্টস ডেস্ক:
মঈন আলির সঙ্গে ক্রিস গেইল পারলেন না। তার দলও পারলো না। ঝড়ো ব্যাটিংয়ের প্রতিশব্দ ক্যারিবিয়ান ব্যাটিং দানব রোববার রাতে সময়ের দাবি মেটাতে ঝড় তুলতে পারলেন ঠিকই। কিন্ত তার আগে প্রতিপক্ষ ইংল্যান্ডের হয়ে মঈন যে টর্নেডো বয়ে দিয়ে গেছেন। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে তাই ইংল্যান্ডের জয় ১২৪ রানের। ব্রিস্টলে টস হেরে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৯ রান করেছিল। জবাবে ১০.৫ ওভারে বাকী থাকতেই ক্যারিবীয়দের ইনিংস থামে ২৪৫ রানে।
মঈনের এমনিতে শান্ত-শিষ্ট ধ্রুপদী ব্যাটিং করতেই পছন্দ। কিন্তু এদিন ক্যারিবীয় বোলারদের পেয়ে এই ইংলিশের কি যেন হলো। এমনই অগ্নিমূর্তি ধারন করলেন, সাত নম্বরে নেমে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ডটাও নিজের করে নিলেন। মঈনের ৫৩ বলে করা সেঞ্চুরিটি ওয়ানডেতে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় দ্রুততম। মঈন ৫৭ বলে ৮ ছয় ও ৭ চারে ১০২ রান করে ফিরেছেন। মঈন ঝড়ের বর্ননা দিতে আরেকটা তথ্য দেওয়া প্রয়োজন। প্রথম ৫০ তিনি ছুঁয়েছেন ৪১ বলে। দ্বিতীয় ৫০ মাত্র ১২ বলে। মঈনের এটি তৃতীয় ওয়ানডে শতক। মঈনের সেঞ্চুরির সঙ্গে জো রুটের ৮৪, বেন স্টোকসের ৭৩, অ্যালেক্স হেলসের ৩৬ ও ক্রিস উকসের ৩৪ মিলে পাহাড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ক্যারিবীয় বোলারদের মধ্যে মিগুয়েল কামিন্স সর্বোচ্চ ৩ উইকেট নেন।
জবাব দিনে নেমে ঝড় তুললেন ক্রিস গেইল। কিন্ত পাহাড় তো আর একা ডিঙানো যায় না। তাই গেইলের ৭৮ বলে ৬ ছক্কা আর ৯ চারে করা ৯৪ রান যথেষ্ট হলো না। গেইলের আউটটাও হতাশার। তিনি রান আউটে কাটা পড়েছেন। আর নিয়মিত বিরতিতে উইন্ডিজ উইকেট হারিয়েছে। তাই তো ৩৯.১ ওভার পর্যন্ত ২৪৫ রান তুললেই ঝুলিতে উইকেট ফুরোলো। ইংলিশ বোলারদের মধ্যে লিয়াম প্ল্যাঙ্কেট ও আদিল রশিদ দাপট দেখিয়েছেন। প্লাঙ্কেট ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো নিয়েছেন ৫ উইকেট। রশিদ নিয়েছেন ৩টি। মঈন আলি ম্যাচ সেরা হয়েছেন।
পাঁচ ম্যাচ সিরিজে স্বাগতিক ইংল্যান্ড ২-০তে এগিয়ে থাকলো। সিরিজের প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিল তারা। দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টিতে ভেসে যায়। বুধবার সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি ওভালে হবে।
দৈনিকদেশজনতা/ আই সি