১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

চট্টগ্রামে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

 চট্টগ্রাম প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় শরীয়ত উল্ল্যাহ শরীফ (৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শরীয়ত উল্লাহ শরীফ একই এলাকার আলী বাড়ির নুর হোসেনের পুত্র।
শনিবার রাতে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর এলাকায় তাকে কুপিয়ে আহত করার পর আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিহত শরীফের নিকট আত্মীয় দিদার জানান, চাঁদা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা সাদ্দাম ও তার অনুসারীরা শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। সে মৃত্যুর আগে সাদ্দামসহ হামলায় জড়িত সবার নাম আমাদের বলে গেছে।
স্থানীয় মেম্বার মহিউদ্দিন মিয়াজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত শরীয়ত উল্ল্যাহ’র সাথে বিএনপিপন্থী সাদ্দাম গ্রুপের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার জেরে রাতের আঁধারে সাদ্দাম গ্রুপের হামলায় নিহত হয়েছে সে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান,“বাড়বকুন্ডের অলিনগরে সন্ত্রাসীর হামলায় এক বিএনপি কর্মী নিহতের খবর পেয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তবে এ ব্যাপারে এখানো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা নেবো।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৮:৪৭ অপরাহ্ণ