১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটের অধীনে দুই হাজার ৩৬৩টি আসনের জন্য ৩২ হাজার ৭৪৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওয়েবসইট (admission.eis.du.ac.bd) লগইন করে ফলাফল জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস KHA স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৮:৩৩ অপরাহ্ণ