১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩
‘ভুবন মাঝি’ ফাঁস, মামলা করবেন পরিচালক

‘ভুবন মাঝি’ অনলাইনে ফাঁস, মামলা করছেন নির্মাতা

বিনোদন ডেস্ক:

সরকারি অনুদানে নির্মিত আলোচিত ছবি ‘ভুবন মাঝি’ অনলাইনে ফাঁস হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছবিটির পাইরেটেড প্রিন্ট পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছবিটির নির্মাতা ফাখরুল আরেফীন খান মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার গণমাধ্যমকে ফাখরুল আরেফীন জানান, ‘ভুবন মাঝি’ দেশ-বিদেশে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ছবিটি ভারতে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছিল। এ অবস্থায় কে বা কারা ছবিটি অনলাইনে ফাঁস করেছে। তিনি যোগাযোগ করে কয়েকটি ইউটিউব চ্যানেল বন্ধ করেছেন। তারপরও কিছু চ্যানেলে ছবিটি দেখা যাচ্ছে।

এ ঘটনায় গুলশানের ডিসি মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করেছেন আরেফীন। সোমবার (২৫ অক্টোবর) মামলা করবেন তিনি। এতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মামুনূর রশীদ প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৮:২১ অপরাহ্ণ