১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

ইমরানের ওপর হামলার মামলা প্রতিবেদন ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৫ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

রবিবার মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করেন।

গত ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতিকারী। এতে চার থেকে পাঁচজন আহত হন।

হামলার ঘটনায় সেদিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।  মামলায় অজ্ঞাতনামা ১০/১১ জনকে আসামি করা হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ৫:৩২ অপরাহ্ণ