নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।রোববার বিচারপতি এসএম ইমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সাইফুর রহমান।
খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত চলাকালীন নিয়োগ প্রক্রিয়া চলতে থাকায় তার বৈধতা চ্যালেঞ্জ করে পলাশ চৌধুরী ও মো. আবুল কালাম আজাদ এই রিট দায়ের করেন। এরপর আদালত ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা জারি করেন। প্রসঙ্গত, এর আগে গত ২৫ আগস্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৫৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেয়া হয়। এরপর ওই নিয়োগ প্রক্রিয়ায় সাত থেকে ১২ লাখ টাকা পর্যন্ত দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।
দৈনিক দেশজনতা /এমএইচ