১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য প্রধানমন্ত্রীর পছন্দ নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের লংবীচ হোটেলে এক প্রেস ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, যে কোনো জাতীয় দুর্যোগে বিএনপি বারবার জাতীয় ঐক্যের কথা বললেও সরকার তা পাত্তা না দিয়ে ‘একলা চলো’ নীতি গ্রহণ করে। যা একদলীয় ও স্বৈর শাসকের মূল চরিত্র। অনির্বাচিত এই সরকারের মধ্যেও একই চরিত্র ফুটে ওঠেছে। রোহিঙ্গা ইস্যুতেও জাতীয় ঐক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ নয়।
আওয়ামী লীগকে টেরোরিস্ট লীগ দাবি করে রিজভী বলেন, মিয়ানমার সরকারের নীতির সাথে আওয়ামী লীগের কোনো অংশে পার্থক্য নাই। আওয়ামী লীগ এখন টেরোরিস্ট লীগ হয়ে গেছে। সন্ত্রাসীদের কার্যকলাপের সাথে তাদের মিলে যায়।
তিনি বলেন, রোহিঙ্গাদের সহায়তা করতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। সরকারের বৈরী মানসিকতার কারণে অনেকে ত্রাণ নিয়ে যেতে সাহস করছে না। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের সহায়তার পথ নির্বিঘ্ন করতে হবে। ত্রাণ বিতরণে কোনো ধরণের বাধা সৃষ্টি করা উচিত হবে না।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদদ্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ