১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র সত্য নয়: আমু

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রবিবার সচিবালয়ে আইনঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গতকাল শনিবার সিএনএনের ভারতভিত্তিক অনলাইন নিউজপোর্টাল নিউজ১৮ ডটকমে ‘প্রধানমন্ত্রীকে হত্যায় জিহাদিদের ষড়যন্ত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক ও মনোজ গুপ্তের লেখা ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের মতো দেহরক্ষীদের দিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আর এর পেছনে ছিল জঙ্গিগোষ্ঠী জেএমবি। কিন্তু কাউন্টার টেররিজমের কর্মকর্তারা কোনোভাবে সেটি জেনে যান।

এই খবরের সত্যতা জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের খবর সত্য নয়। এটি ভিত্তিহীন।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ