১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

বাড্ডায় দগ্ধ মায়ের মৃত্যু, ২ সন্তান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মা জিয়াসমিন আক্তারের (৩০) মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি দগ্ধরা হচ্ছে, তার ছেলে আমানুল্লাহ (জিসান) (১১) ও মেয়ে সানজিদা আক্তার (৯)।

বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, গতরাত সাড়ে ৩টার দিকে বৈঠাখালির ওই এলাকার ফরিদের ২য় তলা কাঠের বাড়ির নিচে ভাঙ্গারির দোকানে বৈদ্যুতিক সর্টসার্কট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বেশ কিছু সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়িটির ২য় তলায় থাকা একই পরিবারে ওই ৩জন দগ্ধ হয়। দগ্ধ জিসানের চাচা নুর আলম জানান, তাদের বাবা আব্বাস আলী কাতার প্রবাসী। দুই সন্তানকে নিয়ে জিয়াসমিন ওই বাসায় ভাড়া থাকতো। রাতে আগুনে দগ্ধ হওয়ার পর তাদের সবাইকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় জিয়াসমিনের মৃত্যু হয়। জিসান ৩০ শতাংশ ও সানজিদা ২৮ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ